Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২৪

সংক্ষিপ্ত পরিচিতি

সংবিধান সংস্কার কমিশন

Constitution Reform Commission

কমিশন পরিচিতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে "সংবিধান সংস্কার কমিশন" নামে একটি কমিশন গঠন করেছে।

০৬ অক্টোবর ২০২৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আলী রীয়াজ, রাষ্ট্রবিজ্ঞানী ও লেখককে  প্রধান করে ৯(নয়) সদস্যবিশিষ্ট উক্ত কমিশন গঠন করা হয়েছে। সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করছে।

কমিশন ৬ অক্টোবর ২০২৪ তারিখ হইতে এমপি হোস্টেল, জাতীয় সংসদ ভবন, শেরে বাংলা নগর, ঢাকায় সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।  কমিশন সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।